*********মনে রেখ আমায়*********

তোমাকে আজও মন খোজে সেই হারিয়ে যাওয়া দিন গুলোর মাঝে।
রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দুরের ওই ধ্রুবতারা,কতটা বেসেছি ভাল শুধু মন জানে এ হৃদয় জানে।


শিক্ষক: ওয়াদা করো সিগারেট পান করবে না
ছাত্ররা: ওকে স্যার পান করবো না।
শিক্ষক: মেয়েদের পিছে ঘুরবেনা
ছাত্ররা: ঘুরবো না।
শিক্ষক: ওদের ডিস্টার্ব করবে না।
ছাত্ররা: ওকে, ডিস্টার্ব করবো না
শিক্ষক: দেশের জন্য জীবন কোরবান করবে।
ছাত্ররা: অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়া করবইবা কি।ছাত্ররা:

অবশ্যই স্যার, এই রকম জীবন দিয়া করবইবা কি।

** About Me**

Hi,all I am Akhi Akter Nupur. I love to read poetries and try to write something. Also surfing internet is my fab hobby. Bye to all.