*********মনে রেখ আমায়*********

তোমাকে আজও মন খোজে সেই হারিয়ে যাওয়া দিন গুলোর মাঝে।
রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দুরের ওই ধ্রুবতারা,কতটা বেসেছি ভাল শুধু মন জানে এ হৃদয় জানে।


নাতিনীর বিয়ে হল । তো নাতনী কে বাসর রাতে ভয়
না পাওয়ার জন্য নানী পাশের রুম এ গুমাতে গেলেন ।
যথা রীতি বাসর রাতে নাতনী ও নাত জামাই ঘরে ডৃকল।
কিছুখন পর ____ মশারী খাটনোর জন্য ... তো খাটের
স্ট্যান্ড এর সাথে মাথায় বাড়ি খেল ।
নাতনী বলে উটল ওও মাথা গেল রে .....
পাশের রুম থেকে নানী বলে ,,,,,,
আল্লাহ আল্লাহ কর মাথা যখন গেছে বাকি টা ও যাবে।

** About Me**

Hi,all I am Akhi Akter Nupur. I love to read poetries and try to write something. Also surfing internet is my fab hobby. Bye to all.