*********মনে রেখ আমায়*********

তোমাকে আজও মন খোজে সেই হারিয়ে যাওয়া দিন গুলোর মাঝে।
রাতেরও আকাশে নিশ্চুপ সাক্ষী দুরের ওই ধ্রুবতারা,কতটা বেসেছি ভাল শুধু মন জানে এ হৃদয় জানে।


এক দম্পতির বিবাহবিচ্ছেদ হয়ে গেল।
তাদের নাবালক মেয়েটিকে জিজ্ঞেস করা হল,
তুমি কার সঙ্গে থাকতে চাও, মায়ের সঙ্গে?
মেয়েটি বলল, না, মা বড্ড পেটায়!
তাহলে বাবার সঙ্গে?
না, বাবাও ভীষণ পেটায়!
তাহলে কার সঙ্গে থাকতে চাও?
আমি ক্রিকেটার আশরাফুলের সঙ্গে থাকতে চাই।

ও ভারী ভালোমানুষ, চাইলেও পেটাতে পারে না!l

** About Me**

Hi,all I am Akhi Akter Nupur. I love to read poetries and try to write something. Also surfing internet is my fab hobby. Bye to all.